থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে সকল প্লাস্টিককে তাপ প্রয়োগ করলে নরম ও গলে যায় এবং শীতল করলে পুনরায় পূর্বের মত কঠিন হয়ে যায়। এই প্রক্রিয়া বার বার করা যায়। এই ধরনের প্লাস্টিককে থার্মোপ্লাস্টিক বলে।

আবার কিছু প্লাস্টিক আছে যাদের প্রস্তুত করার সময় প্রথম বারের মত তরল থেকে শীতল করে কঠিন করা যায়। পুনরায় আর গলানো যায় না। এদের থার্মোসেটিং প্লাস্টিক বলে। এরা ক্রস-লিংক জটিল পলিমার।