অ্যারোমেটিক যৌগের কয়টি অংশ থাকে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ অ্যারোমেটিক যৌগের দুটি অংশ থাকে। যথা– (i) নিউক্লিয়াস ও (ii) পার্শ্ব শিকল।

  • নিউক্লিয়াস : বেনজিনজাত অ্যারোমেটিক যৌগে উপস্থিত বেনজিন বলয়কে এর নিউক্লিয়াস বলে।
  • পার্শ্ব শিকল : বেনজিনের এক বা একাধিক H পরমাণু অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে বিভিন্ন অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। বেনজিন বলয়ের সাথে যুক্ত এই অ্যালকাইল গ্রুপকে পার্শ্বশিকল বলে।