ভর ক্রিয়া সূত্রটি লেখো।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের (সক্রিয় ভর বলতে গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ এবং তরলের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা বুঝায়) সমানুপাতিক।