গ্যাসোলিন কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ পেট্রোলিয়াম তেলকে আংশিক পাতন করলে 35°C থেকে 175°C তাপমাত্রায় যে তরল মিশ্রণ পাওয়া যায় তাকে গ্যাসোলিন বলে। গ্যাসোলিনে n-হেক্সেন, n-হেপ্টেন, n-অক্টেন প্রভৃতি সরল শিকল অ্যালকেন থাকে। এসব অ্যালকেন থেকে রিফর্মিংয়ের মাধ্যমে বেনজিন, টলুইন প্রভৃতি অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করা যায়।