সেন্ট্রিওল বলতে কি বুঝ? ক্লোরােপ্লাস্ট এর গঠন বর্ণনা করো।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের সেন্ট্রিওল (Centriole) বলে। এটি সাধারণত একটি স্বচ্ছ, দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে। এ অংশকে সেন্ট্রোজোম (Centrosome) বলে। প্রাণী ও নিম্নশ্রেণির উদ্ভিদকোষে, যেমন ছত্রাকে সেন্ট্রিওল থাকে।

সেন্ট্রিওলের প্রধান কাজ হলো প্রাণীকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা।

ক্লোরােপ্লাস্ট এর গঠন বর্ণনা করো।

ক্লোরােপ্লাস্ট দুইস্তর বিশিষ্ট। বাইরের দিকের স্তরটিকে বলা হয় বহিঃস্তর ও ভেতরের দিকের স্তরটিকে বলা হয় অন্তঃস্তর। ক্লোরােপ্লাস্টে গ্রানাম চাকতি নামক এক প্রকার স্তরিভূত অঙ্গ থাকে। গ্রানা সংখ্যায় একের অধিক এবং এরা পরস্পর গ্রানাম ল্যামলা নামক নালিকা দিয়ে সংযুক্ত। গ্রানায় সূর্যালােক আবদ্ধ হয়ে রাসায়নিক শক্তি উৎপাদিত হয়। কোষের ম্যাট্রিক্সের স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক, বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে সরল শর্করা উৎপন্ন করে। এই প্লাস্টিডে ক্লোরােফিল থাকে তাই এরা সবুজ। এছাড়া এতে ক্যারােটিনয়েড নামক রঞ্জকও থাকে।