সুপার অক্সাইড কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ যেসব অক্সাইডে পার অক্সাইড ও পলি অক্সাইডের চেয়ে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাদের সুপার অক্সাইড বলে। গ্রুপ-1 এর অতি সক্রিয় ধাতু সুপার অক্সাইড গঠন করে। যেমনঃ পটাশিয়াম সুপার অক্সাইড (KO₂); সোডিয়াম সুপার অক্সাইড (NaO₂) ইত্যাদি।