সাম্য ধ্রুবক কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো একটি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদসমূহের যথাযথ ঘাতসহ সক্রিয়ভরের গুণফল ও বিক্রিয়কসমূহের যথাযথ ঘাতসহ সক্রিয়ভরের গুণফলের অনুপাত সর্বদাই ধ্রুবক হয়, একেই সাম্য ধ্রুবক বলে।