ঝটপট পড়ে ফেলুন!
১. ব্যাসবাক্যের অপর নাম কী?
উত্তর: বিগ্রহ বাক্য
২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?
উত্তর: প্রাদি সমাস
৩. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?
উত্তর: বহু ধান
৪. ‘কাজলকালো’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: কাজলের ন্যায় কালো
৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন কর্মধারয় সমাস?
উত্তর: মধ্যপদলোপী
৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে?
উত্তর: ৩
৭. ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস?
উত্তর: সপ্তমী
৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ক্ষুদ্র
৯. ‘রূপক কর্মধারয়’ – এর সমস্তপদ কোনটি?
উত্তর: বিষাদসিন্ধু
১০. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?
উত্তর: অলুক
১১. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?
উত্তর: তেপান্তর
১২. সমাস কত প্রকার?
উত্তর: ছয় প্রকার
১৩. ‘চিরসুখী’ – এর ব্যাসবাক্য কোনটি?
উত্তর: চিরকাল ব্যাপিয়া সুখী
১৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
উত্তর: পরপদ
১৫. অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় – এর বিপরীত সমাস কোনটি?
উত্তর: বহুব্রীহি
১৬. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
উত্তর: কাজলকালো
১৭.চৌরাস্তা কোন সমাস?
উত্তর: দ্বিগু
১৮. ‘কানে কানে যে কথা = কানাকানি’ – এটি কোন সমাসের উদাহরণ?
উত্তর: ব্যতিহার বহুব্রীহি
১৯. ‘চাঁদমুখ’ – এর ব্যাসবাক্য কোনটি?
উত্তর: চাঁদের ন্যায় মুখ
২০. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
উত্তর: বিশেষ্য
২১. ‘আশীবিষ’ – কোন সমাস?
উত্তর: ব্যাধিকরণ বহুব্রীহি
২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
উত্তর: অরুণরাঙা
২৩. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
উত্তর: সংস্কৃত
২৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
উত্তর: পলান্ন
২৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
উত্তর: দ্বীপ
২৬. কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা
কল্পনা করা হয়?
উত্তর: রূপক কর্মধারয়
২৭. কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের?
উত্তর: গায়ে পড়া
২৮. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: ফুলের ন্যায় কুমারী
২৯. ‘কমলাক্ষ’ – এর সঠিক ব্যাসবাক্য হলো-
উত্তর: কমলের ন্যায় অক্ষি যার
৩০. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?
উত্তর: কর্মধারয় সমাস
৩১. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি?
উত্তর: মনগড়া
৩২. রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কোনটি থাকে?
উত্তর: ন্যায়
৩৩. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্ধ সমাস?
উত্তর: সমার্থে