সংকেত কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে কয়টি মৌল আছে এবং মৌলতে কয়টি পরমাণু আছে সেগুলো যে প্রতীক এর মাধ্যমে দেখানো হয় তাকে সংকেত বলে।

যেমন- সোডিয়াম হাইড্রোঅক্সাইড বা কস্টিক সোডার সংকেত NaOH, হাইড্রোক্লোরিক এসিডের সংকেত HCl, ভিনেগার বা এসিটিক এসিডের সংকেত CH3COOH ইত্যাদি।