উত্তরঃ রাসায়নিক বিক্রিয়ার বেগ বা গতি হচ্ছে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনের হার। বেগ শব্দটির অর্থ হলাে সময়ের সাথে কোন কিছুর পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়া ঘটার সময় বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে এবং উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। কোন বিক্রিয়ার বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা একক সময়ে কতটুকু হ্রাস পায় বা বৃদ্ধি পায় তাকে ঐ বিক্রিয়ার বেগ বা গতি বলা হয়। সাধারণত বিক্রিয়ার গতির একককে মােল লিটার-1 সেকেন্ড-1 এ প্রকাশ করা হয়।