জারক ও বিজারক কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ জারণ বিজারণ ইলেক্ট্রনীয় মতবাদ অনুসারে, যে সব মৌল, মূলক বা আয়ন বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে এবং যেসব মৌল, মূলক বা আয়ন বিক্রিয়াকালে ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে তাকে বিজারক বলে।