অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? অধঃক্ষেপণ বিক্রিয়া কেন নন রেডক্স বিক্রিয়া?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে বিক্রিয়ার উৎপন্ন যৌগ অধঃক্ষেপণ হিসেবে পাত্রের তলদেশে জমা হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।

সাধারণত অধঃক্ষেপণ বিক্রিয়া একটি দ্বিবিয়োজন বিক্রিয়া, এতে বিক্রিয়কের কোন মৌলের জারণ সংখ্যার কোন পরিবর্তন ঘটে না। অর্থাৎ এ ধরনের বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে না। তাই এটি একটি নন রেডক্স বিক্রিয়া।