আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়ার অনুরূপ কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে বিক্রিয়ায় কোন যৌগের দুই অংশ পানির বিপরীত আধান বিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া বলে।

আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়ায় যৌগের দুই অংশ পানির বিপরীত আধান বিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে।

আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়ার যৌগের ঋণাত্মক অংশ পানির ঋণাত্মক অংশ দ্বারা প্রতিস্থাপিত হয়। আবার বলা যায় পানির ঋণাত্মক অংশ যৌগের ধনাত্মক আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। সুতরাং, আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়ার অনুরূপ।