শিরাবিন্যাস কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

যে নির্দিষ্ট রীতিে শিরা-উপশিরাগুলো পত্রফলকে অবস্থান করে তাকে শিরাবিন্যাস (Venation) বলে।

নিচে বিভিন্ন ধরনের শিরাবিন্যাস সম্পর্কে আলোচনা করা হলো।

  • জালিকাকার (Reticulate) : শিরা-উপশিরাগুলো মধ্যশিরার দুপাশে অনিয়তভাবে অবস্থান করে এবং মিলিত হয়ে জালক সৃষ্টি করে।
  • সমান্তরাল (Parallel) : মধ্যশিরা বা প্রধান শিরা থেকে উৎপন্ন শিরা-উপশিরাগুলো পরস্পরের সাথে মিলিত না হয়ে সমান্তরালভাবে অবস্থান করে।
  • একশিরাল (Pinnate) : একটিমাত্র মধ্যশিরা থেকে উৎপন্ন শিরা-উপশিরাগুলো পাতার কিনারা বা অগ্রভাগের দিকে প্রসারিত। যেমন- অশ্বথ, আখ, কাঁঠাল, জবা।
  • বহুশিরাল (Palmate) : একাধিক প্রধান শিরা (মধ্যশিরার মত) বৃন্তের অগ্রভাগ থেকে উৎপন্ন হয়ে করতলের মত বিস্তৃত। যেমন- কুমড়া।