শব্দ শোষণ কি? What is Sound Absorption in Bangla?

 

 

 

 

 

 

 

 

 

 

শব্দ তরঙ্গ কোনো শব্দ উৎপাদনকারী উৎসে আঘাত করলে উৎসের কণাগুলো কাঁপতে থাকে এবং তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শব্দ শক্তির অপচয় হয়। শব্দ শক্তির এ অপচয় হওয়াকে শব্দ শোষণ বা Sound Absorption বলে।

অপচয় হওয়া শব্দ শক্তির কিছু অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কিছু অংশ শব্দ উৎপাদনকারী উৎস ভেদ করে চলে যায় এবং কিছু অংশ প্রতিফলিত হয়।