বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা : বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হলো উৎপাদিত বিদ্যুৎ শক্তিকে উৎপাদন কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা : বিদ্যুৎ শক্তিকে উপকেন্দ্র হতে গ্রাহক পর্যন্ত প্রয়োজনীয় ভোল্টেজ পৌছে দেওয়াকে বণ্টন ব্যবস্থা বলে।
বিদ্যুৎ বণ্টন ব্যবস্থায় ফিডার, বণ্টনকারী ও সার্ভিস মেইন কী?
ফিডার : বিদ্যুৎ সরবরাহের অন্তর্ভুক্ত এলাকাসমূহকে উপকেন্দ্র বা উৎপাদন কেন্দ্রের সাথে সংযোগ করতে যে পরিবাহী ব্যবহার করা হয় তাকে ফিডার বলে।
বণ্টনকারী : ফিডার হতে যে পরবাহী মাধ্যমে বিদ্যুৎ শক্তি বণ্টন করা হয় তাকে বণ্টনকারী বলে। এতে ট্যাপিং এর মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
সার্ভিস মেইন : সার্ভিস মেইন বণ্টনকারী ট্যাপিং পয়েন্ট থেকে গ্রাহক প্রাপ্ত পর্যন্ত বিস্তৃত এবং সার্ভিস মেইনের মাধ্যমেই গ্রাহকগণ বিদ্যুৎ শক্তি পেয়ে থাকে।