আলোর বিক্ষেপণ কাকে বলে? বর্ণালিতে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোনো কণিকার উপর আলো পড়লে সেই কণিকা আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। এভাবে বিভিন্ন দিকে আলোর ছড়িয়ে পড়াকে আলোর বিক্ষেপণ বলে। আলোর বিক্ষেপণ নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিক্ষেপণ হবে বেশি।

বর্ণালিতে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি?

বর্ণালি সাতটি রঙের সমষ্টি। অর্থাৎ বর্ণালি বিশ্লেষণ করলে সাতটি রঙের বর্ণ পাওয়া যায়, যাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান। আর এই তরঙ্গ দৈর্ঘ্যের উপরই নির্ভর করে কোন আলোর বিক্ষেপণ কতটুকু হবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ কম হবে, আর তরঙ্গদৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ বেশি হবে। বর্ণালিতে প্রাপ্ত সাতটি রঙের মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। কাজেই বেগুনি আলোর বিক্ষেপণ হবে সবচেয়ে বেশি।