যে পেশি ঐচ্ছিক পেশির পরিবর্তিত রূপ হলেও সংকোচন এবং প্রসারণের জন্য মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল নয় তাকে হৃদপেশি বলে।
অস্থি ও তরুণাস্থির মধ্যে তুলনামূলক আলোচনা করো।
অস্থি ও তরুণাস্থির মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো—
অস্থি দেহের সর্বাপেক্ষা দৃঢ়কলা হলেও তরুণাস্থি তুলনামূলক নরম ও স্থিতিস্থাপক। অস্থির কোষ হলো অস্টিওব্লাস্ট আর তরুণাস্থির কোষকে বলে কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রিওসাইট। অস্থির কোষগুলো শাখা-প্রশাখা যুক্ত। দেখতে অনেকটা মাকড়সার মতো। তরুণাস্থির কোষগুলো একক বা গোড়ায় ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিন্যস্ত থাকে। আর অস্থির তুলনামূলক শক্ত মাতৃকাতে অস্থিকোষগুলো ছড়ানো থাকে। অস্থি লোহিত রক্তকণিকা উৎপাদন ও খনিজ লবণ সঞ্চয় করলেও তরুণাস্থির ক্ষেত্রে তেমনটি ঘটে না।