সেরেব্রামের কাজ কি? প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সেরেব্রামের কাজ হলো সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করা, চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনীশক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করা, বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করা, বাকশক্তিকে নিয়ন্ত্রণ করা, দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা ইত্যাদি।

প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বোঝায়?

সেরেব্রামের কাজ কি? প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বোঝায়?

প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বোঝায়। অর্থাৎ যে সব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। হঠাৎ করে আঙ্গুলে সূঁচ ফুটলে, হাতে গরম পানি পড়লে আমরা অতিদ্রুত হাতটি উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নেই। এটি প্রতিবর্তী ক্রিয়ার