বর্ণান্ধতা ও হিমোফিলিয়া কাকে বলে? মচকানো বলতে কি বুঝ?

 

 

 

 

 

 

 

 

যে বংশগত রোগে কোনো মানুষ বিভিন্ন বর্ণের বিশেষত লাল ও সবুজ বর্ণের পার্থক্য করতে পারেনা বা চিনতে পারেনা, সেই প্রকার অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলে। এ রোগের কোনো চিকিৎসা নেই, তবে ইসিহারা টেস্টের মাধ্যমে বর্ণান্ধতা পরীক্ষা করা হয়।

আবার মানুষের যে বংশগত রোগের কারণে আঘাতপ্রাপ্ত স্থান (ক্ষত, কাটা স্থান) থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না অর্থাৎ রক্ত জমাট বাঁধে না তাকে হিমোফিলিয়া বলে।

মচকানো বলতে কি বুঝ?
অস্থিসন্ধি একাধিক মজবুত, স্থিতিস্থাপক কতগুলো পেশিতন্তু দ্বারা পরস্পর যুক্ত থাকে। এদের লিগামেন্ট বা অস্থিবন্ধনী বলে। এই লিগামেন্টের কাজ হলো জয়েন্টের হাড়গুলোকে যথাস্থানে রাখা এবং নড়াচড়ায় সাহায্য করা। কোন কারণে জয়েন্টের এই লিগামেন্টগুলো যদি আঘাত প্রাপ্ত হয় অর্থাৎ টান পড়ে বা ছিঁড়ে যায়, তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে সাধারণত মচকানো বলে।