ফ্লাজেলা কাকে বলে? সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা কী?

 

 

 

 

 

 

 

 

ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম হতে কোষ প্রাচীর ভেদ করে দীর্ঘ বা লম্বা সুতার মতো যে অংশ বের হয় তাকে ফ্লাজেলা বলে। ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলন অঙ্গ হিসাবে কাজ করে। এটির সাহায্যে এরা চলাচল করতে সক্ষম হয়।

সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা কী?
উদ্ভিদের সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা অপরিসীম। সালোকসংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে CO2 থেকে কার্বোহাইড্রেট তৈরির সময় ATP- র প্রয়োজন হয়। কেবলমাত্র আলোর উপস্থিতিতেই ADP সৌরশক্তি গ্রহণ করে ATP-তে পরিণত হয়। ATP তৈরি না হলে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বোহাইড্রেট তৈরি হতো না। আবার সালোকসংশ্লেষণে যে O2 নির্গত হয় তা আলোর উপস্থিতিতে পানির সালোক বিভাজনের ফলে উৎপন্ন হয়ে থাকে। সুতরাং ATP তৈরির মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি ও O2 তৈরির জন্য আলো প্রয়োজন।