প্রাণরস কাকে বলে? জেনেটিক কোড কেন ট্রিপলেট কোডন? ব্যাখ্যা করো।

 

 

 

 

 

 

 

প্রাণীদের দেহে কতকগুলো নালীবিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এ সব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বা প্রাণরস বলে।

প্রাণরস পরিবহন করার জন্য কোন নির্দিষ্ট নালী থাকে না। রক্তই এক স্থান থেকে এইসব প্রাণরস বা হরমোন অন্যস্থানে পরিবহন করে।

জেনেটিক কোড কেন ট্রিপলেট কোডন?
DNA অণুতে পর্যায়ক্রমিকভাবে সজ্জিত প্রতি নিউক্লিওটাইডের মধ্যে একটি গোপন কোড বা সংকেত নিহিত থাকে। DNA অণু থেকে যখন mRNA তে তথ্য সঞ্চারিত হয় তখন এই গোপন সংকেত mRNA অণুতে চলে আসে। DNA-এর তিনটি নিউক্লিওটাইডের বিপরীতে তিনটি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড mRNA-তে সজ্জিত হয়, যাদেরকে একত্রে ট্রিপলেট কোডন বলে। প্রতিটি ট্রিপলেট একটি সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে বলে জেনেটিক কোড হলো ট্রিপলেট কোডন।