পিটুইটারি গ্রন্থি কি? পিটুইটারি গ্রন্থির কাজ

 

 

 

 

 

 

 

 

 

 

পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থিটি মস্তিষ্কের পাদদেশে অবস্থিত মটর দানার মতো দেখতে। মানব শরীরে এর ওজন ০.৫ গ্রাম। এই গ্রন্থি থেকে গোনাডােট্রপিক, সােমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপক হরমােন (TSH), এডরেনােকর্টিকোট্রপিন ইত্যাদি হরমােন নিঃসৃত হয়। এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদেহের বৃদ্ধির হরমােন নির্গত করে। পিটুইটারি গ্রন্থির ৩টি অংশ আছে। যথাঃ– (১) সম্মুখ অংশ (Anterior Lobe) (২) মধ্য অংশ (Intermediate lobe) (৩) পশ্চাৎ অংশ ( Posterior lobe)।

পিটুইটারি গ্রন্থির কাজ
i. বৃদ্ধি নিয়ন্ত্রণ।
ii. জনন গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ ও কার্য নিয়ন্ত্রণ।
iii. মাতৃদেহে দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ।