ইউসিলোমেট এবং অ্যাসিলোমেট প্রাণীদের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইউসিলোমেট প্রাণীদের দেহে সিলোম থাকলেও অ্যাসিলোমেট প্রাণীদের দেহে এটি অনুপস্থিত। অ্যাসিলোমেট প্রাণীদের দেহে সিলোমের পরিবর্তে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটি মেসোডার্মাল স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে।

পক্ষান্তরে ইউসিলোমেট প্রাণীদের ভ্রূণীয় মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলোম উদ্ভূত হয়। সিলোমটি চাপা, মেসোডার্মাল এপিথেলিয়াল কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। তাই অ্যাসিলোমেট প্রাণীরা নিম্নশ্রেণির কিন্তু ইউসিলোমেট প্রাণীরা অপেক্ষাকৃত উন্নত শ্রেণির।