টিস্যুতন্ত্র কাকে বলে? টিস্যুতন্ত্র কত প্রকার ও কি কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বহুকোষী উন্নত উদ্ভিদদেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষগুলাে সুনির্দিষ্ট কাজের জন্য মিলিত হয়ে টিস্যু গঠন করে। টিস্যুগুলাে আবার উদ্ভিদদেহে এক একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে বিভিন্ন প্রকার কাজ সম্পন্ন করে। এরুপ টিস্যুর সমষ্টিকে টিস্যুতন্ত্র বলে। উদ্ভিদের কান্ড, মূল ও পাতায় বিভিন্ন ধরনের টিস্যুতন্ত্র দেখা যায়।

টিস্যুতন্ত্রের প্রকারভেদ
অবস্থানের উপর ভিত্তি করে বিজ্ঞানী স্যাকস (Sachs, 1975) উদ্ভিদের সকল টিস্যুতন্ত্রকে প্রধানত তিনভাগে ভাগ করেছেন। যেমন–
১. ত্বকীয় বা এপিডার্মাল টিস্যুতন্ত্র (Epidermal tissue system) : প্রাথমিক উদ্ভিদদেহের ত্বক এবং সেকেন্ডারি উদ্ভিদদেহের ত্বক ও ত্বকোদ্ভূত অঙ্গাদি নিয়ে ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত।

২. পরিবহন বা ভাস্কুলার টিস্যুতন্ত্র (Vascular tissue system) : জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে উদ্ভিদের পরিবহন বা ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয়।

৩. ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র (Ground tissue system) : ত্বকীয় ও পরিবহন টিস্যুতন্ত্র ব্যতীত উদ্ভিদের অন্যান্য সকল টিস্যু নিয়ে ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র গঠিত।