স্ক্লেরাইড কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

স্ক্লেরাইড বলতে এক ধরনের স্ক্লেরেনকাইমা জাতীয় কোষকে বোঝায়। এদের স্টোন সেলও বলে। এরা খাটো, সমব্যাসীয়, কখনও লম্বাটে বা কখনও তারকাকার। এদের গৌণপ্রাচীর খুব শক্ত অত্যন্ত পুরু ও লিগনিনযুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত। নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু বা কোষ দেখা যায়।