মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
মাইটোকন্ড্রিয়া
১. রঞ্জক পদার্থবিহীন।
২. উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই থাকে।
৩. অন্তঃপর্দা ভেতরের দিকে অসংখ্য ভাজযুক্ত; এদের ক্রিস্টি বলে।
৪. এটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত।
৫. এটি কোষের শ্বসন অঙ্গ।
৬. এটি কোন খাদ্য সঞ্চয় করে না।
প্লাস্টিড
১. বিভিন্ন রঞ্জক পদার্থযুক্ত।
২. কেবলমাত্র উদ্ভিদের কোষে পাওয়া যায়।
৩. অন্তঃপর্দায় কোন ভাঁজ থাকে না।
৪. এতে কোন প্রকোষ্ঠ নেই।
৫. এটি প্রধানত কোষের খাদ্য প্রস্তুতকারী অঙ্গ।
৬. বর্ণহীন প্লাস্টিড বিভিন্ন খাদ্যবস্তু অঙ্গ।