গ্লোমেরুলাস (Glomerulus) হলো একগুচ্ছ কৈশিক জালিকা যাকে বেষ্টন করে থাকে বোম্যান্স ক্যাপসুল। এখানে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন হয়।
গ্লোমেরুলাস বোম্যানস ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করে। রেনাল ধমনি থেকে সৃষ্ট একটি ক্ষুদ্র অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনিকা বোম্যানস ক্যাপসুলে প্রবেশ করে এবং ৫০-৬০ টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। কৈশিক জালিকাগুলো পুনরায় মিলিত হয়ে বহির্বাহী বা ইফারেন্ট ধমনিকা রূপে বোম্যানস ক্যাপসুল থেকে বের হয়ে আসে।