কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন?

 

 

 

 

 

 

 

কলসি উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে এক ধরনের ফাঁদের সৃষ্টি করে, যা পতঙ্গ ফাঁদ নামে পরিচিত। এই ফাঁদের মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে পতঙ্গকে আটকে ফেলে। পরে এ উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে রস শুষে নেয়। এ জন্যই কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়।