আর্কিমিডিসের সূত্র কি? আর্কিমিডিসের সূত্রের ব্যবহার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আর্কিমিডিসের সূত্রটি হলো– “কোন বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায়, তা বস্তু কর্তৃক অপসারিত তরল বা বয়বীয় পদার্থের ওজনের সমান”।
আর্কিমিডিসের সূত্রের ব্যবহার
যেসব কাজে আর্কিমিডিসের সূত্র ব্যবহার করা হয় তা হলো–
১. কঠিন বস্তুর আয়তন নির্ণয়ে;
২. কঠিন বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয়ে;
৩. কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে;
৪. ধাতুর বিশুদ্ধতা, ধাতব পদার্থ ফাঁকা না নিরেট তা নির্ণয়ে।