নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিও পর্দা কাকে বলে? এর কাজ কি?

 

 

 

 

 

 

 

 

 

 

নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিও পর্দা বলে।
এটি দুুুই স্তর বিশিষ্ট ঝিল্লি৷ এ ঝিল্লি লিপিড ও প্রোটিন নিয়ে গঠিত৷ এ ঝিল্লীতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, একে নিউক্লিয়ার রন্ধ্র বলে৷ এই ছিদ্রের মাধ্যমে কেন্দ্রিকা ও সাইটোপ্লাজম এর মধ্যে কিছু বস্তু চলাচল করে। এই ঝিল্লী সাইটোপ্লাজম থেকে কেন্দ্রিকার অন্যান্য বস্তুকে আলাদা করে রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে।
নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিও পর্দা এর কাজ
নিউক্লিয়াসকে রক্ষণাবক্ষেণ করা এর প্রধান কাজ। এছাড়াও অভ্যন্তরীণ অঙ্গাণুগুলোকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে।