আদি কোষ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

আদি কোষ কাকে বলে?

যে সব কোষে সুসংগঠিত ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই সেই কোষকে আদি কোষ বলে। আদি কোষের সাইটোপ্লাজমে রাইবােসােম ছাড়া অন্য কোন ক্ষুদ্র অঙ্গ (যেমন- মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, প্লাস্টিড, এন্ডােপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি) থাকে না। সাধারণত ফিশান (Fission) অথবা অ্যামাইটোটিক পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এর কোষ আদিকোষের প্রকৃষ্ঠ উদাহরণ।