সালোকসংশ্লেষণ কি? সালোকসংশ্লেষণের পর্যায় কয়টি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সালোকসংশ্লেষণ কি? সালোকসংশ্লেষণের পর্যায় কয়টি?
সালোকসংশ্লেষণ উদ্ভিদের খাদ্য তৈরির একটি প্রক্রিয়া। সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। সবুজ উদ্ভিদে খাদ্য প্রস্তুত হওয়ার এই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় উপজাত হিসাবে নির্গত হয় অক্সিজেন। সমস্ত জীবজগৎ উদ্ভিদের সালোকসংশ্লেষণের উপর নির্ভরশীল।
ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান ১৯০৫ সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে আলোকনির্ভর এবং আলোক নিরপেক্ষ এ দুটি পর্যায়ে ভাগ করেন।

সালোকসংশ্লেষণকারী অঙ্গসমূহস

  1. পাতার সবুজ অংশ
  2. কচি সবুজ কান্ড
  3. থ্যালয়েড সবুজ উদ্ভিদের থ্যালাস
  4. ফুলের সবুজ বৃতি ও বৃন্ত
  5. ফলের সবুজ ত্বক
  6. সাইটোপ্লাজম
সালোকসংশ্লেষণের উপাদান
সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো:
  1. পানি (H2O)
  2. কার্বন ডাই অক্সাইড (CO2)
  3. সূর্যালোক
  4. ক্লোরোফিল
এখানে যা শিখলাম–
সালোকসংশ্লেষণ কি?; সালোকসংশ্লেষণ কাকে বলে?; সালোকসংশ্লেষণের উপাদান কি কি?