বয়ঃপ্রাপ্তি বা বয়ঃসন্ধি কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

সেকেন্ডারী যৌন বৈশিষ্ট্যর উদ্ভবসহ জননাঙ্গের সক্রিয় পরিস্ফুটনকালকে বয়ঃপ্রাপ্তি বা বয়ঃসন্ধি বলে।

এ সময়টি হচ্ছে কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পনের মুহূর্ত। এ কালটি পুরুষে ১৩-১৫ বছরের মধ্যে এবং নারীতে ১২-১৫ বছরের মধ্যে আবির্ভূত হয়। এ সময় বিভিন্ন হরমোনের প্রভাবে দৈহিক গঠন ও চরিত্রে নানান বৈশিষ্ট্য দেখা যায়। বয়ঃসন্ধিকালের এসব বৈশিষ্ট্যকে সেকেন্ডারী যৌন বৈশিষ্ট্য বলে। বীর্যপাত ও রজঃরক্ত যথাক্রমে পুরুষ ও নারীর বয়ঃপ্রাপ্তির বৈশিষ্ট্যসূচক।