ফ্যাগােসােম (Phagosome) কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

কোষঝিল্লী থেকে সৃষ্ট ও বিচ্যুত এবং গৃহীত কঠিন বস্তু সহ আবরণীবদ্ধ সাইটোপ্লাজমীয় কণাকে ফ্যাগােসােম (Phagosome) বলে।

প্রকৃতপক্ষে এ পদ্ধতিতে কোনাে কোনাে কোষ ক্ষণপদ নামক অভিক্ষেপ বিস্তার করে খাদ্যবস্তু বা অন্যকিছু কোষ অভ্যন্তরে প্রবেশ করায়। এ প্রক্রিয়ায় খাদ্যকে ঘিরে এন্ডােপ্লাজমের মধ্যে ফ্যাগােসাইটিক ভেসিকল গঠিত হয়। যেমন- শ্বেত কণিকা ফ্যাগােসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে।