প্লাজমিড কি? What is Plasmid?

 

 

 

 

 

 

 

 

 

 

প্লাজমিড হচ্ছে একখন্ড বৃত্তাকার DNA যা ব্যাকটেরিয়াল কোষের ক্রোমোজোমের বাইরে থাকে। প্লাজমিডই জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর আসল যন্ত্র যা দিয়ে নতুন জেনেটিকতত্ত্ব ব্যাকটেরিয়া ও জীবের মধ্যে স্থানান্তরিত করা হয়। ১৯৭০ এর প্রথম দিকে প্লাজমিড আবিষ্কৃত হয়। প্লাজমিড অতিরিক্ত জিন বহন করে। প্লাজমিডের রেপলিকেশন (প্রতিরূপ সৃষ্টি) স্বাধীনভাবে ঘটে এবং ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের রেপলিকেশনের সাথে এর কোন সম্পর্ক নেই। অন্য ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসেই রেপলিকেটেড প্লাজমিড সহজেই অন্য ব্যাকটেরিয়ার মধ্যে সঞ্চারিত হয়।