প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা এর মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা এর মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ

প্রোক্যারিওটা
১. এরা আদিকোষ বিশিষ্ট জীব।
২. এরা আণুবীক্ষণিক।
৩. এদের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না।
৪. এদের নিউক্লিয়াসে ক্রোমাটিন দানা থাকে।
৫. এক্ষেত্রে কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে।
৬. এতে সাধারণত রাইবোসোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না।

ইউক্যারিওটা
১. এরা প্রকৃতকোষ বিশিষ্ট জীব।
২. এরা আণুবীক্ষণিক নয়।
৩. এদের নিউক্লিওলাস থাকে।
৪. এদের নিউক্লিয়াসে ক্রোমোজম থাকে।
৫. এক্ষেত্রে কোষ বিভাজন মাইটোসিস পদ্ধতিতে ঘটে।
৬. এতে রাইবোসোমসহ সব ধরনের অঙ্গাণু থাকে।