পেশিতন্তুর কাজ কি?

 

 

 

 

 

 

 

 

 

পেশিতন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন–

  1. অঙ্গ-প্রত্যঙ্গ, সঞ্চালন, চলাফেরায় সহায়তা, অঙ্গবিন্যাস এবং ভারসাম্য রক্ষা করা।
  2. দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করা।
  3. কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করা।
  4. পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে ভবিষ্যৎ জরুরি প্রয়ােজনে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা।
  5. বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ায় হৃৎপেশির হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করা।
  6. মলমূত্র ত্যাগ, পরিপাকনালির মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন প্রভৃতি স্বয়ংক্রিয় কাজে ভূমিকা পালন।