পুষ্পবিন্যাস (Inflorescence) কাকে বলে? পুষ্পবিন্যাস কত প্রকার?

 

 

 

 

 

 

 

যে কোন একটি উদ্ভিদ লক্ষ করলে দেখা যাবে এক বা একাধিক পুষ্প একটি বিশেষ শাখা বা অক্ষের উপর সাজানো আছে। এ অক্ষটিকে মঞ্জুরীদন্ড বা র‌্যাকিস (rachis) বলে। বিশেষ ধরনের পরিবর্তীতে পাতার কক্ষে পুষ্প বা মঞ্জুরীদন্ড উৎপন্ন হয়। এ বিশেষ ধরনের পরিবর্তীতে পাতাকে মঞ্জুরীপত্র বলে। সকল ফুলে মঞ্জুরীপত্র থাকে না। সরল বা শাখান্বিত মঞ্জুরীদন্ডের উপর এক বা একাধিক পুষ্পের বিন্যাসরীতিকে পুষ্পমঞ্জুরী বা পুষ্পবিন্যাস (Inflorescence) বলে।

পুষ্পবিন্যাস সাধারণত চার প্রকারের- (i) অনিয়ত বা রেসিমোস (Indefinite or Recemose); (ii) মিশ্র (Mixed); (iii) নিয়ত বা সাইমোস or (Definite Cymose); (iv) বিশেষ (special)।

বিভিন্ন ধরনের উদ্ভিদে এই পুষ্পবিন্যাসগুলো দেখা যায়। অনিয়ত ও নিয়ত পুষ্পবিন্যাস আবার বিভিন্ন প্রকারের হয়।