নিউক্লিওলাস ও নিউক্লিওপ্লাজম কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

নিউক্লিওলাসঃ নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমােজোমের সাথে সংলগ্ন গােলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। ক্রোমােজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। এরা RNA ও প্রােটিন দিয়ে তৈরি হয়। এরা রাইবােজোম সংশ্লেষণ করে।

নিউক্লিওপ্লাজমঃ নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতাে বস্তু বা রস থাকে, একে কেন্দ্রিকারস বা নিউক্লিওপ্লাজম বলে। একে ক্যারিওলিম্ফও বলা হয়। নিউক্লিওপ্লাজম মূলত প্রােটিন দিয়ে তৈরি। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক এসিড, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। এছাড়াও এতে রয়েছে RNA।