কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানাে সূক্ষ্ম সুতার মতাে অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম।
কোষ বিভাজনের সময় এরা মােটা এবং খাটো হয়, তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমােজোম হিসেবে দেখা যায়। ক্রোমােজোমে অবস্থিত জিনগুলাে বংশগতির গুণাবলি বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোনাে একটি জীবের ক্রোমােজোম সংখ্যা ঐ জীবের জন্য নির্দিষ্ট। এসব ক্রোমােজোমে বংশধারা বহনকারী জিন (gene) অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশপরম্পরায় বহন করা ক্রোমােজোমের কাজ।