ইথিলিন হরমোন কি? প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

ইথিলিন হরমোন হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা এবং মূলেও দেখা যায়। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। কৃত্রিম উপায়ে ফল পাকাতেও এর ব্যবহার রয়েছে।

প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন?

তিন ধরনের প্লাস্টিডের মধ্যে ক্লোরােপ্লাস্টের কারণে উদ্ভিদের পাতা সবুজ হয়। ক্রোমােপ্লাস্টে থাকে জ্যান্থোফিল, ক্যারােটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি বর্ণকণিকা। এসকল বর্ণকণিকার কোনটির কারণে পাতা, ফুল, ফল হলুদ, কমলা বা লাল হয়ে থাকে। যেহেতু প্লাস্টিডের কারণেই উদ্ভিদের এ ধরনের বর্ণ বিচিত্রতা দেখা যায়, সে কারণে প্লাস্টিডকে বর্ণগঠনকারী অঙ্গ বলা হয়।