আরএনএ কি? RNA এর কাজ কি? What is RNA in Bengali?

 

 

 

 

 

 

 

 

 

 

আরএনএ (RNA) হলো রাইবোনিউক্লিক এসিড (Ribonucleic Acid)। অধিকাংশ RNA তে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। এতে পাঁচ কার্বনবিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস (এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল) থাকে। RNA ভাইরাসের ক্রোমোসোমে স্থায়ী উপাদান হিসেবে RNA পাওয়া যায়। কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে (যেমন– TMV, Tobacco Mosaic Virus) DNA থাকে না। অর্থাৎ যে সমস্ত ভাইরাস DNA এ দ্বারা গঠিত নয় তাদের নিউক্লিক এসিড হিসেবে থাকে। RNA। এসব ক্ষেত্রে RNA-ই বংশগতির বস্তি হিসেবে কাজ করে।

আরএনএ কি? RNA এর কাজ কি? What is RNA in Bengali?

আরএনএ এর প্রকারভেদ (Types of RNA)
কাজ ও ভৌত গুণাবলির ভিত্তিতে কোষে প্রধানত নিচে বর্ণিত পাঁচ ধরনের RNA পাওয়া যায়।
১। বার্তাবাহ RNA (Messenger RNA বা mRNA)
যে সব RNA নিউক্লিয়াসের ভেতরে DNA সিকুয়েন্স অনুযায়ী সৃষ্টি হয়ে জীবের অধিকাংশ জিনের সংকেত বহন করে তাদের মেসেঞ্জার RNA বা বার্তাবাহ RNA বলে। কোষের ৫-১০% RNA হলো mRNA। এগুলো এক শৃঙ্খল বিশিষ্ট RNA। DNA-এর একটি শৃঙ্খলের পরিপূরক হিসেবে সৃষ্টি হয় বলে এগুলোর বেস (ক্ষারক) অনুক্রম DNA-এর মতোই। একটি mRNA কয়েকশ থেকে কয়েক হাজার নিউক্লিওটাইডসহ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে অবস্থান করে। এগুলোর দুটি প্রান্ত নন-কোডিং এবং মধ্যবর্তী অংশ কোডিং বৈশিষ্ট্য সম্পন্ন। এদের প্রান্তদুটিকে ৫’ লিডার ও ৩’ ট্রেইলার হিসেবে চিহ্নিত করা হয়।
কাজঃ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে এবং রাইবোজোম ও tRNA-র সহায়তায় নির্দিষ্ট অ্যামিনো এসিড অনুক্রমের শৃঙ্খল তৈরি করে।
RNA-এর কাজ
প্রধান কাজ প্রােটিন তৈরি করা। কোন কোন ক্ষেত্রে বংশগতির বস্তু হিসাবে কাজ করে। যেমন- TMV ভাইরাস।

বংশগতীয় বস্তু হিসেবে RNA-এর অবদান
RNA বংশগতির রাসায়নিক বস্তু হিসেবে কাজ করে। RNA ও এনজাইম জিন কর্তৃক তৈরি হয়। এরা জীবের অধিকাংশ জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এসবের নিয়ন্ত্রণে জিন কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বংশগতি বস্তু হিসেবে RNA-র বিশেষ ভূমিকা রয়েছে। কারণ, DNA অণুতে অবস্থিত জিন যখন কোনাে চরিত্র বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন তা প্রথমে RNA অণুতে ব্যক্ত করে। সৃষ্ট RNA অণু জিনের প্রতিবিম্ব স্বরূপ সক্রিয় হয়। RNA অণুসমষ্টি তখন সুনিয়ন্ত্রিত জৈব রাসায়নিক পদ্ধতিতে (transcription) প্রােটিন তৈরি করে যা পরবর্তীতে জীবের বংশগতি বৈশিষ্ট্যকে ফুটিয়ে তােলে।

আরএনএ সম্পর্কিত প্রশ্ন (RNA Related Question)
  • আরএনএ কি?
  • আরএনএ এর কাজ কি?
  • mRNA কি?
  • ট্রান্সক্রিপশন এর বৈশিষ্ট্য কী কী?
  • RNA তে থাইমিনের পরিবর্তে কি থাকে?
  • RNA full form in Bengali
  • আরএনএ পলিমারেজ।
  • RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে?
  • রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন এর মধ্যে পার্থক্য কি?
  • tRNA কি?
  • ডিএনএ থেকে আরএনএ।
  • ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য কি?