অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য কী?

 

 

 

 

 

 

 

অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

অযৌন জনন
১. নিম্নশ্রেণির জীবে ঘটে।
২. কোন রকম গ্যামেট সৃষ্টি হয় না।
৩. জীবের বৈচিত্র্যতা দেখা যায় না।
৪. উৎপন্ন জীবের সংখ্যা অনেক।
৫. উৎপন্ন জীব কম সহনশীল সম্পন্ন।
৬. কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়।

যৌন জনন
১. উচ্চশ্রেণির জীবে ঘটে।
২. পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়।
৩. জীবের বৈচিত্র্যতা দেখা যায়।
৪. উৎপন্ন জীবের সংখ্যা কম।
৫. অপত্য জীব বেশি সহনশীল হয়।
৬. পুং ও স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে