অচক্রীয় ফটোফসফোরাইলেশন কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু থেকে উৎক্ষিপ্ত উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে অতিক্রম করার পর NADP-এর সাথে যুক্ত হয়, কিন্তু ইলেকট্রন যে ক্লোরোফিল থেকে নির্গত হয়েছিল সেই ক্লোরোফিলে পুনরায় ফিরে যায় না তাকে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলে।

পদ্ধতি : এ প্রক্রিয়ায় ফটোসিস্টেম-১ (PS-I) এবং ফটোসিস্টেম-২ (PS-II) উভয়ই অংশগ্রহণ করে এবং একটি শক্তিশালী ইলেকট্রন বাহকের শৃঙ্খলের মাধ্যমে এদের যোগসূত্র সৃষ্টি হয়।