প্রচলিত প্রজনন পদ্ধতি ও জিন প্রকৌশল পদ্ধতির মধ্যে তুলনা কর।

 

 

 

 

 

 

জিন প্রকৌশলের মাধ্যমে জিন স্থানান্তর প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অল্প সময়ে সূচারুভাবে স্থানান্তর সম্ভব হয় বলে বর্তমানে জনগণের নিকট প্রচলিত প্রজননের তুলনায় এ প্রযুক্তিটি অধিক গ্রহণযোগ্য। দেখা গেছে নতুন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে প্রচলিত প্রজননের তুলনায় জিন প্রকৌশল অধিক কার্যকরী। প্রচলিত প্রজননে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে অনেক সময় প্রয়োজন, কিন্তু জিন প্রকৌশলের মাধ্যমে খুব তারাতারি কাঙ্খিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণী বা অণুজীব পাওয়া সম্ভব। প্রচলিত প্রজননে কাঙ্ক্ষিত জিনের সাথে অনাকাঙ্ক্ষিত জিন স্থানান্তর হতে পারে এবং কাঙ্খিত জিনের স্থানান্তরও অনিশ্চিত। জিন প্রকৌশলে অনাকাঙ্ক্ষিত জিন স্থানান্তরের সম্ভাবনা নেই এবং কাঙ্ক্ষিত জিন স্থানান্তর নিশ্চিত। প্রচলিত প্রজননে বিষাক্ততা পরীক্ষা করা হয় না, কিন্তু জিন প্রকৌশলে বিষাক্ততা পরীক্ষা করা হয়।