নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

নিউক্লিয়াস
১. এটি সাইটোপ্লাজমে অবস্থিত।
২. কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে।
৩. প্রোটিন সংশ্লেষে অংশ নেয় না।
৪. বংশগতির গুণাবলী বহন করে।

নিউক্লিওলাস
১. এটি নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে।
২. রাইবোজোম উৎপাদন করে।
৩. প্রোটিন ও RNA সংশ্লেষে অংশ নেয়।
৪. বংশগতির সাথে কোন সম্পর্ক নেই।