ক্লোরোফিল কি? ক্লোরোফিলের কাজ কি? (Chlorophyll in Bangla)

 

 

 

 

 

 

 

 

ক্লোরোফিল হচ্ছে এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ, যা উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে পাওয়া যায়। এর উপস্থিতির জন্য গাছের পাতা সবুজ দেখায়। ম্যাগনেসিয়াম ও লৌহ ক্লোরোফিল তৈরির অতি প্রয়োজনীয় উপাদান।

ক্লোরোফিলের কাজ (Function of Chlorophyll)
ক্লোরোফিল সূর্যের আলো থেকে আলোকশক্তি শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, যার সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। যে সকল উদ্ভিদে ক্লোরোফিল থাকে না সে সকল উদ্ভিদ নিজে নিজের খাদ্য তৈরি করতে পারে না।