যা আমাদের দেহের কাঠামো প্রদান করে তাকে কঙ্কাল বলে। এটি মূলত অস্থি ও তরুণাস্থি দ্বারা গঠিত। লম্বা, ছোট, চ্যাপ্টা অসমান মোট ২০৬টি অস্থির সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত হয়।
কঙ্কালের কাজ
কঙ্কালের কাজগুলো হলো–
- কঙ্কাল মানবদেহকে একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে।
- হাত, পা, স্কন্ধচক্র ও শ্রোণিচক্রের নড়াচড়ায় সাহায্য করে।
কঙ্কালের ভূমিকা
মানবদেহে দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের ভূমিকা নিম্নরূপ-
- দেহ কাঠামো গঠন : কঙ্কাল মানবদেহকে একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। এটি নিচের অঙ্গগুলোর সাথে উপরের অঙ্গগুলোর সংযুক্তি সাধন করে।
- রক্ষণাবেক্ষণ ও ভারবহন : মস্তিষ্ক করোটির মধ্যে, মেরুরজ্জু মেরুদণ্ডে এবং হৃৎপিণ্ড ও ফুসফুস বক্ষগহ্বরে নিরাপদ আশ্রয়ে থাকে। পেশিসমূহ কঙ্কালের সাথে আটকে থাকে।
- নড়াচড়া ও চলাচল : হাত, পা, স্কন্ধচক্র ও শ্রেণিচক্র নড়াচড়ায় সাহায্য করে। এ কাজে পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থির সাথে পেশি আটকানোর ফলে অস্থি নাড়ানোর সম্ভব হয় এবং আমরা চলাচল করতে পারি।
- লোহিত রক্তকণিকা উৎপাদন : অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়।
- খনিজ লবণ সঞ্চয় : অস্থি খনিজ লবণ (ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস ইত্যাদি) সঞ্চয় করে রাখে। এতে অস্থি শক্ত ও মজবুত থাকে।