অণুচক্রিকা কি? অণুচক্রিকার কাজ

 

 

 

 

 

 

অণুচক্রিকা রক্তকণিকার অন্যতম প্রধান উপাদান। এটি আকারে ছোট, বর্তুলাকার ও বর্ণহীন। এরা গুচ্ছকারে থাকে। প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় ২ লক্ষ ৫০ হাজার অণুচক্রিকা থাকে। অস্থিমজ্জার মধ্যে অণুচক্রিকা উৎপন্ন হয়। এদের গড় আয়ু ৫ – ১০ দিন।

অণুচক্রিকার কাজ
অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধা। কোনো রক্তবাহী নালির ক্ষতি হলে এরা অনতিবিলম্বে থ্রোম্বোপ্লাস্টিন নামক এক প্রকার রাসায়নিক দ্রব্য নিঃসরণ করে। যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তে উপযুক্ত পরিমাণ অণুচক্রিকা না থাকলে রক্তপাত সহজে বন্ধ হয় না। ফলে অনেক সময় রোগীর প্রাণনাশের সম্ভাবনা থাকে।